জেসি বিশ্বাস রিম্পী শুক্লবৈদ্য, শাল্লাঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে ঘুঙ্গিয়ারগাও বাজারে সোনালী ব্যাংকের সামনে বিশ্বাস সংবাদপত্র এজেন্সির পাসের ব্যবসায়ী উজ্জ্বল টেলিকম দোকানে পহেলা মার্চ দিবাগত রাত দেড়টার দিকে দোকানের টিনের চাল কেটে এক দুঃসাহসীক চুরি সংঘটিত হয়।
এতে ঐ দোকানের প্রায় ৭০হাজার টাকা মূল্যের বিভিন্ন মোবাইল ফোন ও ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন রিচার্জ কার্ড নিয়ে পালানোর সময় ভাংঙ্গা চালের উপর ৫ টি কম দামি মোবাইল ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে বাজার কমিটি ও থানা প্রশাসন কে জানালে তাহারা ঘটনাস্থলে এসে দেখে যান।
ঐ চুরির ঘটনায় ঘুঙ্গিয়ারগাও বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাহারা তদন্তের মাধ্যমে দুষিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।