মোঃ হাউশ মিয়াঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর উদ্বোধনী অনুষ্টানে জনাব ফাতেমা তুজ জোহরা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মাধবপুর চুনারুঘাট -৪ আসনের সংসদ সদস্য বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। কারণ বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না।
শনিবার (৬ মার্চ) সকাল ১১ ঘটিকার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন “বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না তেমনি শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ উন্নত হতো না। যার নেতৃত্বে এই বাংলাদেশ আমরা পেয়েছি। সে শত বছর না, সে সারাজীবন বাংলাদেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। ইনশাল্লাহ জাতির পিতার অসমাপ্ত কাজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্পন্ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা গড়ে তুলবো।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, মাধবপুর পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা সুকুমাল রায় , খায়রুল হোসাইন মনু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হাসান আকাশ আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম জহির সহ প্রমুখ ।
সভাপতির মাধবপুর ইউএনও জনাব ফাতেমা তুজ জোহরা হবিগঞ্জ নিউজ মাধবপুর সংবাদ দাতাকে বলেন, ম্যারাথনে অংশ নিয়ে আমি সহ সবাই খুব মজা পেয়েছেন। সঙ্গে সাংসদ ছিলেন। শুরুর দিন খুব আনন্দঘন ছিল আশা করি অনুষ্ঠান যতদিন চলমান থাকবে প্রত্যেক দিন সুন্দর ভাবে অনুষ্ঠান উদযাপন হবে এই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি ।