শাইখুল হাদীস আল্লামা হাফেজ মুফতী শিব্বীর আহমদ মাহবুর রহ. স্মারক প্রকাশনা পরিষদের উদ্যোগে জীবনী গ্রন্হ “স্মৃতির মিনার” নামক গ্রন্থের মোড়ক উন্মোচন।
বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আল্লামা মুফতী শিব্বীর আহমদ মাহবুর রহ. –অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী হাকিমুন নফস শাইখুল হাদীস আল্লামা হাফেজ মুফতী শিব্বীর আহমদ মাহবুর রহ. স্মারক প্রকাশনা পরিষদের উদ্যোগে জীবনী গ্রন্হ “স্মৃতির মিনার” নামক গ্রন্থের মোড়ক উন্মোচনের উদ্যোগে আজ সকাল ১০ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হবিগন্জ জেলা বেফাকের সভাপতি মাওলানা আবদুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে ও মুফতি মুশতাক আহমদ ফুরকানী, মুফতি শাহ জুলকারনাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেফাকের সাবেক মহাপরিচালক শাইখুল হাদীস আল্লামা অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বড় হুজুর, শাইখুল হাদীস মাওলানা হোসাইন আহমদ চৌধুরী, শাইখুল হাদীস লুৎফুর রহমান সাদী, শায়খ আবদুল মন্নান দত্তগ্রামী, বৃন্দাবন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মাসউদুল হাসান, জামিয়া দারুল কোরআনের শিক্ষাসচিব মাওলানা গোলাম কাদির, দারুল আরকাম বি-বাড়ীয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জয়নুল আবেদীন, এড. সারওয়ার আলম, বেফাকের সিনিয়র পরিদর্শক মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ আশরাফী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আয়ূব বিন সিদ্দিক, মাওলানা শাহ খলিল আহমদ, হবিগঞ্জ ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান. মশিউর রহমান শামীম, জেলা যুব উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জাবের আল হুদা, মুফতি ফয়সল আহমদ তালুকদার, মাওলানা আবদুল মতিন, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা হিফজুর রহমান, মাওলানা শিব্বীর আহমদ, মাওলানা আবু সালেহ, মাওলানা লুৎফুর রহমান, হাফেজ মাওলানা শাহ জুন্নুরাইন, হাফেজ মুজাম্মিল আহমদ, মোঃ আব্দুল ওয়াহিদ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বেফাকের সাবেক মহাপরিচালক শাইখুল হাদীস আল্লামা অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী বলেছেন- এ যুগের ক্ষণজন্মা মহান মনিষী আল্লামা মুফতী শিব্বীর আহমদ মাহবুর রহ. একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের তালিম তরবিয়ত (শিক্ষাসচিব) বিভাগের প্রধান ছিলেন।
আলেম সমাজের মধ্যে এরকম প্রাজ্ঞ সম্পন্ন ব্যাক্তিত্বদের জন্ম শতাব্দীতে একজনই জন্মায়। তিনি শুধু ইলমী খেদমতে নিজেকে নিয়োজিত রাখেননি বরং তার পাশাপাশি জাগতিক বিভিন্ন বিশেষ গুনে গুনানিত্ব ছিলেন। তিনি বাংলাদেশে প্রথম তৈল, মবিল, পেট্টোল বিহীন মটরযান আবিস্কার করেন। এ যুগের একজন বৈজ্ঞানিক আলেম হিসেবেও সমাদৃত ছিলেন।
এছাড়াও তিনি ৯৭ দিনে পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করেন। তিনি আমলী জিন্দেগীতে আকাবীরদের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে তার সীমাহীন নজির স্হাপন করে গেছেন।
হাফেজ মুজাম্মিল আহমদের তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় পরিশেষে সভাপতির মুনাজাতের মাধ্যমে সভার কাজ সম্পন্ন হয়।