আজ বাহুবল উপজেলার মীরপুর ইউনিয়নের খিলবামৈ এলাকায় মরা খোয়াই নদীতে মেশিন স্থাপন করে বালু উত্তোলন এবং সরকারি জমি হতে মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতেনাতে ধৃত হন মোহাম্মদ আব্দুল হাই, পিতা-আইনুল্লাহ, আব্দুল আহাদ, পিতা-ইসমেইল মিয়া, আব্দুল মতিন, পিতা-আব্দুল নূর।
এদের সকলের বাড়ি হাসের গাও, চুনারুঘাট। বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এই তিন ব্যাক্তিকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এই অভিযানটি শুরু হয় সকাল ১০ টার সময়। আদালতটি পরিচালনা করেন জনাব স্নিগ্ধা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার, বাহুবল।