হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারও চিকিৎসার অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় হাসপাতালে হট্টগোল হয়৷ রোগীর স্বজনদের অভিযোগ এরকম আরও ঘটনা ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।
তাছাড়া রোগী হাসপাতালে এলেই চিকিৎসা না দিয়েই তাদের দায় এড়াতে সিলেট রেফার্ড করা হয়। এ ছাড়া ডাক্তার ও নার্সরা গল্পগুজব নিয়ে ব্যস্ত থাকেন বেশিরভাগ। ইন্টার্নী আর ওয়ার্ডবয় দিয়েই সেবা চলে।
রবিবার বিকেলে চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রামের ওয়াহিদ মিয়া ও সদর উপজেলার চরহামুয়া গ্রামের রুমন মিয়ার দুই নবজাতক ভর্তি হয়। কিন্তু বারবার হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত নার্সদেরকে ডাক্তার অক্সিজেন দেয়ার কথা বললেও অক্সিজেন দেয়নি। ফলে চিকিৎসার অবহেলায় দুই নবজাতকের মৃত্যু হয়। তারপরও তারা মৃত নবজাতককে অক্সিজেন লাগিয়ে রাখেন। দুই ঘণ্টা পর ডাক্তার এসে তাদেরকে মৃত ঘোষণা করে অক্সিজেন খুলে নেন।
জেলার ২০ লাখ মানুষের একমাত্র চিকিৎসার ভরসার স্থল জেলা সদর হাসপাতাল। দুর দুরান্ত থেকে অনেক রোগীরা এসে অনেক রোগীরা এসে চিকিৎসাতো দূরের কথা ভোগান্তিতে পড়েন। এমনকি চিকিৎসার নেয়ার আগেই দায় এড়াতে ঢাকা, সিলেটসহ বিভিন্ন হাসপাতালে রেফার্ড করে। অনেক রোগীরা এখানে চিকিৎসা পেলে হয়তোবা প্রাণে বেঁচে যেতে পারে।
প্রাথমিক চিকিৎসাটুকুও না দিয়ে রেফার্ড করার ফলে অনেকেই রাস্তায় মারা যায়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন জানান, যদি এরকম ঘটনা ঘটে থাকে তদন্ত করে ব্যবস্থা নেয়া প্রয়োজন। এর আগে আর কেউ আমাকে এ বিষয়ে অভিযোগ দেয়নি।