নবীগঞ্জে পারিবারিক অশান্তিজনিত কারণে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনাটি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামে ঘটেছে বলে জানা গেছে। মজলিশপুর গ্রামের সাজিদ উল্লাহর (৬০) সঙ্গে তার স্ত্রী গেদুনি বেগমের (৫২) দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল বলে জানায় স্থানীয় এলাকাবাসী। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। কথা-কাটাকাটির জের ধরে এক পর্যায়ে স্বামী তার হাতে থাকা কাঠের একটি লাঠি দিয়ে তার (মৃত গেদুনি বেগম) মাথায় বেশ কয়েকবার জোড়ালো আঘাত করলে ঘটনাস্থলেই গেদুনি বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে তাৎক্ষণিক মর্গে প্রেরণ করে এবং সাজিদ উল্লাহকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে।