দেশে করোনার সংক্রমণ ক্রমশ হারে বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। কিন্তু স্বাস্থবিধি মানার কোন বালাই নেই মাধবপুর বাসীর মধ্যে। মাস্ক ছাড়াই হাট-বাজারে গণপরিবহনে চলাচল করছে জনসাধারণ।
এমন পরিস্থিতিতে “মাস্ক পড়ার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে দেশব্যাপি পুলিশের জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে মাধবপুর থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
(২১ মার্চ) রোজ রবিবার দুপুরে মাধবপুর বাজার সহ বিভিন্নস্থানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় মাধবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রাজ্জাকের দিক নির্দশনায় , মাধবপুর থানা পুলিশের উপ পরিদর্শক আব্দুল আহাদের নেতৃত্বে এ প্রচার-প্রচারণা মাক্স বিতরণের কার্যক্রম পরিচালিত হয়.