জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ধর্ম নিয়ে কটুক্তি করার দায়ে নবীগঞ্জে আশীষ ভট্টাচার্য্য নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

মুহাম্মদ শওকত আলী, নবীগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সমপ্রতি ধর্ম নিয়ে কটুক্তি করার দায়ে আশীষ ভট্টাচার্য্য (১৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (২২ মার্চ) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পাঞ্জারাই গ্রামের অরুন ভট্টাচার্য্য এর ছেলে। নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

অপ্রাপ্তবয়স্ক (১৬) হওয়ায় যথোপযুক্ত শাস্তির জন্য সরকারের ঊর্ধ্বতনের সিদ্ধান্ত মোতাবেক প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হযেছে বলে জানা গেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ ডালিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।