জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু গুরুতর আহত

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাউরিয়াকান্দি গ্রামে মহসিন মিয়া ওরফে মুসা (৮) নামের এক শিশু মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থা খুবই আশংকাজনক। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র।

গত সোমবার (২২ মার্চ) বিকেলে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় একই গ্রামের তাজ উদ্দিনের পুত্র মোটর সাইকেল চালক মনির মিয়া তাকে ধাক্কা দিলে সে মারাত্নকভাবে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। মনির মিয়া দীর্ঘদিন ধরে মোটর সাইকেল দিয়ে যাত্রী পরিবহণ করে। ওই সময় মোটর সাইকেলে মনির মিয়াসহ আরও দুইজন যাত্রী ছিল বলে প্রথিমিকভাবে জানা যায়।

এদিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ।