জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

টিসিবির-র পণ্য ক্রয়ে গ্রাহকের দীর্ঘ লাইন

সৈয়দ সালিক আহমেদ

আসছে পবিত্র রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) হবিগঞ্জে ন্যায্যমূল্যে তেল পেয়াজ ডাল ইত্যাদি বিক্রি করা শুরু করেছে।

বৃহস্পতিবার (১লা এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন স্থানে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি করা হয়।

সরেজমিন দেখা যায়, শায়েস্তানগর পয়েন্টে সাধারণ মানুষ লম্বা লাইনে দাড়িয়ে এসব পণ্য ক্রয় করছে। সাধারণ মানুষ মনে করে, দ্রব্যমূল্যের উর্ধগতিতে জীবনমান চালানো কঠিন হয়ে যাচ্ছে, এই সময় সরকার এসব পণ্য বিক্রি করাতে কিছুটা হলেও সাধারণ মানুষ নিঃশ্বাস নিতে পারবে। তবে শহরে ডিলারের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সরবরাহের সংখ্যা বৃদ্ধির দাবি জানান তারা।
Screenshot 20210401 223225 Gmail

ডিলার ও তুষি এন্টারপ্রাইজের মালিক ঝুলন রায় বলেন, আমরা সরকারের দেয়া বরাদ্দকৃত পণ্য প্রসাশনের প্রতিনিধির উপস্থিতিতে বিক্রি করে থাকি। অনেক সময় গ্রাহকরা বিসৃংখলা সৃষ্টি করতে চায়, গ্রাহকদের বেশী চাহিদা হলো তেল এবং ডাল।

পাশাপাশি সচেতন নাগরিকের দাবি, যেহেতু করোনা মহামারী ২য় ঢেউ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখার ক্ষেত্রে প্রসাশনকে আরো কঠোর হওয়ার অনুরোধ জানান তারা।