জুয়েল চৌধুরী
আজ রবিবার সারাদেশের মতো হবিগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। গতকাল শনিবার রাতে হবিগঞ্জের জেলার জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো হবিগঞ্জ কারাগারেও বন্দিদের সাথে সকল ধরনের সাক্ষাত বন্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল। পরে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে চলতি বছরের মার্চে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়। এবছরও পরিস্থিতি ভালো হলে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে বন্দিরা। তবে আগের মতোই নিয়ম অনুযায়ী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। কথা বলার সময় স ৮ মিনিট থেকে বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।