জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শহরের এলাকায় ইয়াসমিন হত্যা মামলায় স্বামীর বিরুদ্ধে রিমাণ্ডের আবেদন

হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকায় ইয়াসমিন হত্যা মামলায় কারাগারে থাকা ঘাতক স্বামী জুয়েল মিয়ার বিরুদ্ধে রিমাণ্ডের আবেদন করেছে পুলিশ। গতকাল রবিবার ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খুর্শেদ আলী তার বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমাণ্ড আবেদন করেন।

পুলিশ জানায়, রিমাণ্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কারণ উন্মোচন হবে।

জানা যায়, নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের এখলাছ মিয়ার মেয়ে ইয়াসমিনকে ৫ বছর আগে বিয়ে দেয়া হয় হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জুয়েল মিয়ার সাথে। বিয়ের পর তাদের কোলজুড়ে দুইটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। নাম জিহাদ ও জিসান। সম্প্রতি জুয়েল মিয়া ওই এলাকার এক তরুণীর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। বিষয়টি আঁচ করতে পারে ইয়াসমিন। এক পর্যায়ে শুরু হয় পারিবারিক কলহ।

এ ঘটনার তিনমাস আগে ইয়াসমিনকে নিয়ে জুয়েল শহরের পশ্চিম ভাদৈ এলাকার রিভারভিউ খান ম্যানসনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট বাসা ভাড়া নেয়। গত ১১ ডিসেম্বর গভীররাতে পরকিয়া প্রেমের বিষয় নিয়ে জুয়েলসহ উল্লেখিতরা ইয়াসমিনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ রান্নাঘরের জানালার গ্রিলে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

সদর থানার এসআই খুর্শেদ আলমসহ একদল পুলিশ রক্তমাখা লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় দেয়। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ইয়াসমিনের গ্রামের বাড়িতে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।