সোমবার হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আনুমানিক বেলা ১১:৩০ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়কে অতিরিক্ত যাত্রী নিয়ে গণপরিবহণ চলাচল করায়, লকডাউনে গণপরিবহণ যাতায়াত করায় এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ১৬ টি মামলা ও জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: মহিউদ্দিন।
সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী এই ১৬টি মামলায় মোট ৩২০০০/- জরিমানা করা হয়েছে।