হবিগঞ্জের আজমিরিগঞ্জে বেকারীগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়।
আজ সোমবার আজমিরীগঞ্জ বাজারের বেকারীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় মোড়কে পন্যের উৎপাদন, মেয়াদ, পরমাণ ও বিক্রয়মূল্য না থাকায় মায়ের দোয়া বেকারির মোঃ বশির মিয়া, পিতা মখলেস মিয়া, গ্রাম আজমিরীগঞ্জ বাজার কে ১০,০০০ টাকা এবং
শামীম বেকারির মোঃ সাদিকুর রহমান, পিতা আব্দুল নুর, গ্রাম আজমিরীগঞ্জ বাজার কে ১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে যাতে নীতিমালা মেনে ব্যবসা পরিচালনা করা হয় সেজন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
সরকারি আদেশ প্রতিপালনে এধরণের অভিযান অব্যাহত থাকবে।