আজমিরীগঞ্জে সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার আনুমানিক বেলা ২ ঘটিকায় জলসূখা বাজারে অভিযান চালায় মোবাইল কোর্ট।
আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রট উত্তম কুমার দাশ।
অভিযান চলাকালীন সময় সরকার নির্ধারিত সেবা বহির্ভূত দোকান খোলা রেখে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ মোতাবেক ২টি দোকান মালিককে ২০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন সময়ে সার্বিক ভাবে সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রট উত্তম কুমার দাশ জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।