বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে আব্দুল্লাহ (১৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি তাকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক থাকায় সন্দেহের তীর তার দিকেই যাচ্ছে।
সোমবার রাত ৯টার দিকে সুজাতপুর-উত্তর সাঙ্গর সড়কে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের সমছু মিয়ার পুত্র।
নিহত আব্দুল্লার পরিবারের দাবি, গত ২-৩ দিন আগে সমছু মিয়ার সাথে প্রতিপক্ষের লোকজনের মারামারি হয়। এ আক্রোশে আব্দুল্লাহকে ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের লোকজন ধানবোঝাই টলি দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পরে স্থানীয় লোকজন আব্দুল্লাহকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সুজাতপুর পুলিশ ফঁাড়ির ইনচার্জ শাহরিয়ার জানান, শুনেছি সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ নিহত হয়েছে। ময়নাতদন্ত ও কি কারণে মারা গেছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ঘটনার পর থেকেই চালকসহ প্রতিপক্ষের লোকজন পলাতক রয়েছে বলেও জানা গেছে।