অবিলম্বে কারারুদ্ধ সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ সকল কারারুদ্ধ সাংবাদিকের মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধ ও বন্ধ গণমাধ্যম খুলে দেয়াসহ ৭ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নেতৃবৃন্দ।
শনিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষ্যে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ভাচর্যুয়াল আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব দাবি করেন।
ডিইউজে‘র সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ভাচর্যুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, বিএফইউজের সহ-সভাপতি রাশেদুল ইসলাম, ওবাইদুর রহমান শাহীন, ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাত, রাশেদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালীন নোমানী, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বিএফইউজের সহকারী মহাসচিব শহীদুল্লাহ মিয়াজী, ডিইউজের যুগ্ম-সাধারণ সম্পাদক শাজাহান সাজু, কোষাধ্যক্ষ গাজী আনোয়ার, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক খন্দকার আলমগীর, জনকল্যান সম্পাদক দেওয়ান মাসুদা, দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর। এছাড়া উপস্থিত ছিলেন- বিএফইউজের নির্বাহী সদস্য একেএম মহসীন, ডিইউজের কার্যনির্বাহী সদস্য শহীদুল ইসলাম, জেসমিন জুঁই প্রমুখ।
তাছাড়াও এসময় তারা ৭ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো-
১। ঈদের আগে সাংবাদিক নেতা, রুহুল আমিন গাজী ও দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক সায়াদাত হোসাইনসহ সকল কারারুদ্ধ সাংবাদিকের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার।
২। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল।
৩। ঈদের আগেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধ এবং বোনাস প্রদান।
৪। সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়া।
৫। বিভিন্ন গণমাধ্যমে চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল।
৬। সকল সমস্যাগ্রস্থ সাংবাদিকদের সরকারি প্রণোদনার আওতায় আনা।
৭। ডিজিটাল নিরাপত্তা আইনে দেয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার।
অবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।