জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

স্কটিশ পার্লামেন্টে এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান ফয়সল চৌধুরী

স্কটিশ পার্লামেন্টে এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের ফয়সল চৌধুরী। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কৃতি সন্তান।

৬ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ট স্কটিশ পার্লামেন্ট নির্বাচন। ২০০০ সালে চালু হওয়া এই পার্লামেন্টে মুলত স্কটীশ জণগনের স্বাস্থ্য, শিক্ষা ও ট্রান্সপোর্ট সংক্রান্ত বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

তাছাড়া কয়েক প্রকার পাবলিক বেনিফিট এবং ট্যাক্স সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করার ক্ষমতা রয়েছে স্কটিশ পার্লামেন্টের।

প্রতি চার বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ১২৯ জন এমএসপি (মেম্বার অব স্কটিশ পার্লামেন্ট) নির্বাচিত হন।

ফয়ছল হোসেন চৌধুরীর জন্ম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামে। তার বাবার নাম আলহাজ্ব গোলাম রব্বানী চৌধুরী। মা–বাবার সাথে তরুন বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে। প্রথমে ম্যানঞ্চেষ্টার এবং পরে এডিনবরায় বসবাস শুরু করেন।