আজ রবিবারে আজমিরীগঞ্জ বাজারে কাপড়ের ব্যবসায়ীদের লাগামহীন দামে পণ্য বিক্রি করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ।।
অভিযান চলাকালীন সময়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় এবং দৈনন্দিন বিক্রি খাতায় সঠিক ভাবে লিপিবদ্ধ না করায় আজমিরীগঞ্জ বাজারের আর,বি ফ্যাশনকে ১ হাজার,রেজু ফ্যাশনকে ২ হাজার,দ্বীনি ফ্যাশনকে ১ হাজার,টু সিস্টার ফ্যাশনকে ১ হাজার,চৌধুরী বস্ত্রালয়কে ১ হাজার,শ্রী দূর্গাকে ২ হাজার টাকা মোট ৬ টি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সময় এ এস আই মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেন।