হবিগঞ্জ ঢাকা রোড পরিবহন শ্রমিক কল্যাণ কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ আধুুনিক স্টেডিয়াম হল রুমে মোঃ দিয়ারিছ মিয়ার সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সজীব আলী, মটর মালিক গ্রপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ, দিগন্ত পরিবহনের ব্যবস্থাপক মিয়া মোঃ ইলিয়াছ, মর্ডান পরিবহনের ব্যবস্থাপক মোঃ জামাল মিয়া, মোঃ আব্দুর রাজ্জাক, সহসভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, শ্রমিক নেতা মোঃ আজিজুর রহমান, মোঃ সাইদুর রহমান, আহমেদ চৌধুরী, মোঃ সাহাব উদ্দিন, মোজাম্মেল মিয়া, সিরাজ মিয়া, শ্যমল মিয়া প্রমুখ।
বাবু শ্রী রতন বর্মনের পরিচালনায় সভায় সজীব আলী মিয়াকে আহবায়ক করে ৩ সদস্যের বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় এবং আগামী ২মাসের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।