হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের কৃতিসন্তান হাফেজ বশির আহমেদ কে সিংহগ্রাম ইত্তেহাদুল উলামা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ মে) বিকাল ৩ ঘটিকায় উপজেলার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সিংহগ্রাম ইত্তেহাদুল উলামা পরিষদের উদ্যোগে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওঃ মুফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড. মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংবর্ধিত ব্যাক্তিত্ব হাফেজ বশির আহমেদ।
উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ শামীম আহমদ চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফেজ বশির আহমেদ’র পিতা মাওঃ আবদুর রশিদ, লাখাই প্রেসক্লাব সভাপতি এড. আলী নোয়াজ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সিংহগ্রামের বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি আবদুল আওয়াল তালুকদার, বিশিষ্ট মুরুব্বি হাজী মিজানুর রহমান, উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি আমিমুল এহসান মাসুম, সাখাওয়াত হোসেন শাহীন, উলামা পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওঃ আব্দুল হান্নান, সহ সভাপতি মাওঃ তাফাজ্জুল হক, মাওঃ হুমায়ুন কবির, মাওঃ লুৎফুর রহমান বিপ্লবী, মাওঃ মোবারক হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ ইয়াহিয়া সাঈদ, সহ সাংগঠনিক হাফেজ তাফাজ্জুল হক, যুগ্ম সম্পাদক মাওঃ আহমদ হোসেন আব্দাল, হাফেজ মাওঃ মোঃ উল্লাহ বাহার, হাফেজ মাওঃ আসাদুজ্জামান, মাওঃ সাইফুল ইসলাম, হাফেজ মাওঃ আবু মোসা স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লাখাই সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস, লাখাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ইমরান, সাধারণ সম্পাদক সূর্য্য রায়, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক মনর উদ্দিন মনির, তথ্য প্রযুক্তি সম্পাদক আকিব শাহরিয়ার সহ সিংহগ্রামের বিশিষ্ট মুরুব্বিয়ান ও সর্বস্থরের জনসাধারণ।
সংবর্ধনায় দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে দেশসেরা হাফেজ বশির আহমেদ’র হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
গত (১০ই মে) এনটিভিতে প্রকাশিত বাংলাদেশের সর্ববৃহৎ কোরআনিক রিয়েলিটি-শো পিএইচপি কোরআনের আলো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতা-২০২১ এ হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের কৃতিসন্তান হাফেজ বশির আহমেদ ১ম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়।