জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সুতাং নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

হবিগঞ্জ সদর উপজেলার সুতাং নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার রাজিউড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া সুতাং নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।

সুতাং নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা ও পিবিআই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা অজ্ঞাত লোক হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। পিবিআই দিনভর লাশ সনাক্তের চেষ্টা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন লাশ সনাক্ত হয়নি।

সদর ওসি মোঃ মাসুক আলী জানান, লাশটি মর্গে রয়েছে আগামিকাল শনিবার ময়নাতদন্ত হবে। এটি হত্যাকাণ্ড হলে এর সাথে জড়িতদের খঁুজে বের করা হবে এবং সেই সাথে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।