জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ শহরের রামপুর খোয়াই বাঁধ থেকে এক গাঁজা সেবনকারী আটক

হবিগঞ্জ শহরের রামপুর সংলগ্ন খোয়াই বাঁধ থেকে বাবুল চন্দ্র দাস (৪৫) নামের এক গাঁজাসেবীকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে কারাদন্ড দেয়া হয়। সে রামপুর গ্রামের কানু চন্দ্র দাসের পুত্র ও লন্ড্রী ব্যবসায়ী।

গতকাল বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজিব আলীর নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে গাঁজা সেবনের সময় আটক করে বাবুলকে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া বেগমের আদালতে হাজির করা হলে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

নজিব আলী জানান, গতকাল বিকেলেই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।