জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শহরের মোহনপুর থেকে এক শিশু নিখোঁজ হওয়ার ১ সপ্তাহ পরও উদ্ধার হয়নি

হবিগঞ্জ শহরের মোহনপুর থেকে মিলন মিয়া (৭) নামের এক শিশু নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পরও উদ্ধার হয়নি। এ নিয়ে তার পরিবার চরম দুঃচিন্তায় আছেন।

গত ২৫ মে মোহনপুর এলাকার সানু মিয়ার মালিকানাধীন ভাড়াটিয়া বাসা থেকে মিলন চকলেট আনতে দোকানে যায়। এরপর সে আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে সন্ধানের পরও তার কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে মিলনের মা সাহেনা বেগম সদর থানায় একটি জিডি করেছেন।
কিন্তু এক সপ্তাহ পার হওয়ার পরও তাকে উদ্ধার করা যায়নি। মিলন বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বন্দর গ্রামের মিজান মিয়ার পুত্র।