র্যাব-৯, সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্প এর একটি টিম পাশ্ববর্তী সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিদেশী রিভলবারসহ ২জন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে৷
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করে৷
এসময় সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানাধীন ওয়েজখালী এহসান মার্কেটের নানা-নাতি রেষ্টুরেন্ট এর সামনে হতে মোঃ সুলেমান (৩৪), পিতা-মৃত সামছুল হক, ও মোঃ আবিদ হাসান(২৪) পিতা-মোঃ আঃ মান্নানকে ১টি বিদেশী রিভলবারসহ গ্রেফতার করা হয়৷
আজ বুধবার উদ্ধারকৃত অস্ত্র এবং গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ সদর থানায় The Arms Act 1878 of Under Section 19A তৎসহ The Special Power Act 1974, Section 25B(b). ধারায় নিয়মিত মামলা রুজু করে ধৃত আসামীদেরকে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর অধিনায়ক মেজর সৌরভ মোঃ অসীম শাতিল।