হবিগঞ্জ সদর উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে টিআর কর্মসূচির (২য় পর্যায়) চেক বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গত বুধবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে প্রায় ৭৩ লাখ টাকার চেক বিতরণ করেন তিনি। এ সময় এমপি আবু জাহির সরকারি অর্থের সঠিক ব্যবহারের জন্য উপকারভোগী প্রতিষ্ঠান প্রধান এবং সরকারি কর্মকর্তাগণের প্রতি নির্দেশনা দিয়েছেন।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, ফরহাদ আহমেদ আব্বাস, মাহবুবুর রহমান হিরো ও মোঃ আনু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।