হবিগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ সমন্বয়ে ষান্মাসিক পারফরমেন্স রিভিউ মিটিং এ বক্তাগণ বলেন, আমাদের যেসকল উপজেলা এবং সেন্টারে কাজের অগ্রগতি তুলনামূলকভাবে কম, সেসকল সেন্টারের জন্য আলাদা পরিকল্পনা করে কাজের অগ্রগতি বৃদ্ধি করতে হবে।
সকল ধরণের রিপোর্ট ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে উভয় বিভাগ সমন্বয়ে করে তৈরী করতে হবে। তাছাড়া সরকারের উন্নয়ন ও সফলতাকে তুলে ধরে সকল সেবাদানকারীকে সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার (২৪জুন) সকাল ১০টায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল কনফারেন্স রুমে সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডির অর্থায়নে মামনি এমএনসিএস প্রকল্পের সহায়তায় এবং সীমান্তিকের বাস্তবায়নে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক মোঃ আব্দুর রহিম চৌধুরী, হাসপাতাল সুপার ডাঃ হেলাল উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান উজ্জল, সহকারী কমিশনার রাজিব দাস পুরকায়স্থ, ডিসট্রিক্ট কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, সেইভ দা চিলড্রেন এর রওশন আরা বেগম, শাকিল আহমেদ খান, সীমান্তিক জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাস প্রমুখ।