লাখাইয়ে এক মাদকসেবীকে আটক করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে জরিমানাসহ ১বছরের কারাদণ্ড প্রদান করেন।
রবিবার (২৭জুন) রাত ৮টার দিকে লাখাই উপজেলার বামৈ গ্রামে রহমত আলীর ছেলে বাদল মিয়া (৩৪) মাদকসেবনের প্রস্তুতি গ্রহণকালে এলাকাবাসী হাতেনাতে আটক করে লাখাই থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ১শত টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, সে বহুদিন যাবত তার মা বাবা ও পরিবারকে অত্যাচার করে আসছে। এসময় তার রুম থেকে গাজা খাওয়ার কল্কি, একটি রামদা, একটি কেচি, ফয়েল পেপার ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
এবিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।