জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল কোর্টের মামলা ও জরিমানা

হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়ারখাল মোড়ে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সোমবার (২৮জুন) সকালে সদর
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় সরকারী নির্দেশনা অনুযায়ী লগডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করে গণপরিবহনে যাত্রী পরিবহন করা এবং মাস্ক ব্যবহার নিশ্চিতকরণসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা প্রদান করা হয় এবং ৩হাজার ১শত জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল বলেন, টমটম এবং সিএনজি অটোরিকশায় দেখা যায়, স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। তাই করোনা মহামারী মোকাবেলায় সরকারী নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে, এক্ষেত্রে কোন ধরণের ছাড় দেওয়া হবেনা। অন্যান্যদের মধ্যে সদর থানার একদল পুলিশ কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন।