আজমিরীগঞ্জ শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসায় এতিম-অসহায় শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ প্রদান, খতমে কোরান, মিলাদ ও দুয়া মাহফিল সম্পন্ন।
২৭ জুন রোজ রবিবার বিকাল ৩ ঘটিকার সময় শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসার সেমিনার হলে হাফিজ মাও: আব্দুল আলীমের ফুফু মিসেস ফাতেমা বিবি লন্ডন প্রবাসীর সু-স্বাস্থ্যের জন্য এতিম অসহায়কে নগদ অর্থ প্রদান, মিলাদ ও দুয়া মাহফিল অনুষ্টিত হয়।
ভার্চুয়াল পদ্ধতিতে পীরজাদা মাও: শাহ হালিম উদ্দিন নূরী সাহেবের সভাপতিত্বে ও শিক্ষক ইজাজুল আহমদের সঞ্চালনায় অনুষ্টানের মূল কার্যক্রম শুরু হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন হিফজ খানার ছাত্র ইনাদুল ইসলাম ও ইসলামী সংগীত পরিবেশন করেন মো: মোফাজ্জল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা শাহ আব্দুল কুদ্দুছ নূরী রহ: এর সুযোগ্য ছাহবজাদা এড. শাহ নূর উদ্দিন সাহেব। শিবপাশা পুলিশ ফাড়ির ইনচার্জ জনাব গোলাব কিবরিয়া সাহেব। এম এ জি এগ্রো ফার্ম এর চেয়ারম্যান জনাব খালেদ হোসেন চৌধুরী সাহেব।
স্যেলরী উচ্চ বিদ্যালয়ের ভা: প্রধান শিক্ষক,মাও: মোজাক্কির হোসেন সাহেব। মখলিছজান সরকারী প্রথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব শরিফ উদ্দিন সাহেব। শিবপাশা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার, জনাব আব্দুর রশীদ সাহেব।
কদমতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মুমিন সাহেব ও আয়োজক দাতা, জনাব আব্দুল মুতালিব বারি,লন্ডন প্রবাসী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দান সদকাহ‘র মাধ্যমে বালা মুসিবত দূর হয়। আজকে যারা এই এতিমদের মুখে হাসি ফুটালেন তাদের কে জানাই আন্তরিক মোবারকবাদ।
আল্লাহ জেন তাদের দান কে কবুল করেন এবং দেশ-বিদেশের প্রত্যেক মুসলিম ভাই-বোন কে সুস্থভাবে দ্বীনের খেদমত করার তাওফিক দান করেন।
আরো উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার নির্বাহী কমিটির সদস্য জনাব তাহের মিয়া, জনাব শাহ শহিদ মিয়া, শিক্ষক মাও: তজুমুল ইসলাম, শিবপাশা কলেজ ওযার্কিং টিমের অন্যতম সদস্য জনাব মারুফ আহমেদ, জনাব গিয়াস উদ্দিন আহমেদ, শাহ ওলিউল্লাহ হা: এতিমখানার সহকারী শিক্ষক হাফিজ শাহজাহান মিয়া, বং জামে মসজিদের খতিব, মাও: মোক্তছির হোসাইন, তালামীযে ইসলামিয়া আজমিরীগঞ্জ উপজেলার সহ সেক্রেটারী জনাব ক্বারী মনির হোসাইন, জনাব জালাল আহমেদ, জনাব জংগু মিয়া, জনাব আতাউর রহমান চৌধুরী, শাহ জাহিনূর রহমান, শিবপাশা পুলিশ ফাড়ির কর্মকর্তাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক ও শিক্ষার্থীসহ প্রমূখ।
পরিশেষে মোনাজাত করেন পীরজাদা মাও: শাহ হালিম উদ্দিন নূরী সাহেব।