জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে লকডাউন কার্যকরে কঠোর প্রশাসন : স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড

কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ প্রতিপালন করতে নবীগঞ্জ উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক নবীগঞ্জ উপজেলায় দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়।

কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ শহর, ইমামবাড়ি, ইনাতগঞ্জ, সহ বিভিন্ন স্থানে
নবীগঞ্জ উপজেলায় দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা নেতৃত্বে টহল দেয় সেনাবাহিনী।

এ সময় সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে মোটর সাইকেল আরোহী ৩জনকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩শ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও নবীগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ প্রশাসনের টহল ছিল লক্ষণীয়।

নবীগঞ্জ উপজেলার দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা বলেন- করোনা সংক্রামণ প্রতিরোধে সরকার কর্তৃক বিধি নিষেধ নিশ্চিতকল্পে নবীগঞ্জের বিভিন্নস্থানে টহল প্রদান করি । এসময় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে অর্থদণ্ড করা হয়েছে।