হবিগঞ্জ সদর উপজেলায় সরকারের কঠোর লকডাউনের ৭ম দিনে ২টি মোবাইল কোর্টের মাধ্যমে মামলা ও জরিমানা আদায় করা হয়।
বুধবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল এবং অপর একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
দিনব্যাপি ২টি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে ৮টি মামলা দায়ের করা হয়। এসময় তাদেরকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৮ এর ২৫ ধারায় ৪ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সেনাবাহিনী এবং পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সহয়তা প্রদান করেন।