জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরো ১জনের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট ২৪ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোঃ আব্দুল হক (৭০) জুলাই মাসের ৭ তারিখে করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন। ৮জুলাই করোনা পরীক্ষা করার জন্য তার স্যম্পুল সংগ্রহ করা হয়।
পরবর্তীতে করোনা পজিটিভ রিপোর্ট আসলে ১১জুলাই সকালে তাকে সিলেটে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১জুলাই সোমবার রাতে তার মৃত্যু হয়।

এবিষয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদের সাথে যোগাযোগ করা হলে তিনি মৃত্যু বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, এ নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা ২৪ জন, আক্রান্তের সংখ্যা ৩২১০ এবং সুস্থ ২১৩২জন।