নবীগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংগঠন প্রভাতী সামাজিক সংস্থা, নবীগঞ্জ এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলায় ১০ কেজি চাল বিতরণ প্রজেক্টের মাধ্যমে প্রায় ৭৬ টি অসহায় পরিবারে চাল পৌঁছে দেওয়া হয়েছে।
করোনা মহামারীর এই দুঃসময়ে সংগঠনের শুভাকাঙ্ক্ষী দের সহযোগিতায় মানুষের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করেন সংগঠনের সদস্য বৃন্দ।
এই সংগঠন টি নবীগঞ্জে শিক্ষার প্রচার-প্রসার ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলছে।
১০ কেজি চাল বিতরণ প্রজেক্টে অংশগ্রহণ করেন মোঃশাকির আলী (ঢা.বি), আব্দুল কাইয়ুম জাকি (শাবিপ্রবি), আরিফ হাসনাত ফাহিম (ঢা.বি), জায়েদ আহমেদ (শাবিপ্রবি), মোফাজ্জল হোসাইন (ঢা.বি), সোহানুর রহমান শুভ (ঢা.বি), শাহেদুর রহমান শিপন (চ.বি), ইমরান ইসলাম (শাবিপ্রবি), আহনাফ মাসুম (চ.বি), জমির উদ্দিন (শাবিপ্রবি), ফজলুর রহমান ও শহিদুল হক।