কোভিড-১৯ মোকাবেলায় সরকারী বিধি নিষেধ বাস্তবায়নের লক্ষে হবিগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় কঠোর লকডাউনের ২য় দিনে সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি অব্যাহত ছিল মোবাইল কোর্ট। এসময় আইন অমান্য করায় ব্যক্তি ও প্রতিপ্রতিষ্ঠানকে কয়েকটি মামলা ও জরিমানা আদায় করা হয়।
শনিবার (২৪জুলাই) দিনব্যাপি সারা জেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, ২৪জুলাই সমগ্র জেলায় বিকাল ৪টা পর্যন্ত ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৫৫জন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে মোট ২৬হাজার ২০০শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা সহযোগিতা প্রদান করেন।