হবিগঞ্জে কুরবানি ইদ উপলক্ষ্যে অসহায় পরিবারদের জন্য “Stand for humanity” কর্তৃক উপহার বিতরণ সম্পন্ন হয়েছে।
গত ২০ তারিখ (মঙ্গলবার) Stand for humanity সদস্যগণ অসহায় দরিদ্র পরিবারদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার তুলে দেন।
প্রথমে করোনা মহামারিতে বিপন্ন হওয়া কিছু অসহায় দরিদ্র পরিবার খুঁজে লিস্ট করা হয়।
তারপর সদস্যদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে উপহারের আয়োজন করা হয়।
উপহারের জন্য পরিস্থিতি বিবেচনা করে কাউকে পণ্য সামগ্রী আবার কাউকে নগদ অর্থ প্রদান করা হয়।এবং ইদের আগেই সকলের নিকট উপহার পৌঁছে দেয়া হয়।
“Stand for humanity” সামাজিক সংগঠনের সকল সদস্যগণ সফলতার জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।