করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ রবিবার (২৫জুলাই) কঠোর লকডাউনের ৩য় দিনে সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল।।
এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারা, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারায় সরকরের নীতিমালা অনুযায়ী স্বাস্থ্যবিধি অমান্য করায় মোট ৪টি মামলায় ৪জনকে মোট ৬শত টাকা জরিমানা করা হয়।
এছাড়া সকলকে মাস্ক পরিধানে উদ্ধুদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়।