হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি থেকে স্থানীয় মানুষ ও পুলিশের এর সহায়তায় এক বৃদ্ধা মহিলাকে পাওয়া যায়। পরবর্তীতে তাঁকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা এর জন্য রাখা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) ইমামবাড়ীতে তাকে পাওয়া যায়। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। নাম পরিচয় ঠিকানা বলতে পারছেন না। উপজেলা হাসপাতালের ২য় তলায় চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
যদি কেউ বৃদ্ধা মহিলার নাম পরিচয় ঠিকানা বলতে পারেন বা তাঁর কোন আত্মীয়স্বজনকে চিনে থাকেন তাহলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।