জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সিলেট গ্যাসফিল্ড সিবিএ নেতা নুরুজ্জামান চৌধুরী আর নেই

সিলেট গ্যাসফিল্ডের সিবিএ নেতা ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী ( ৫৫) আর নেই৷

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সন্ধ্যা ৭টায় তিনি হৃদরেগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন৷ সম্প্রতি তৃতীয় দফা স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে ঢাকার এসপিআরসিতে ডাঃ কাজী দ্বীন মুহাম্মদের অধিনে চিকিৎসা নিয়ে গতকাল বাড়ীতে আসেন।

আজ মাগরিবের সময়ে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে রশিদপুর গ্যাসফিল্ডের বাসভবন থেকে তাকে শ্রীমঙ্গল নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন৷

আগামীকাল বুধবার সকাল ১০ টায় চুনারুঘাট উপজেলার দাড়াগাও গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে৷

উল্লেখ্য, নুরুজ্জামান চৌধুরী সিলেট গ্যাস ফিল্ডের রশিদপুর গ্যাসফিল্ডে চাকুরী করতেন৷ তিনি সিবিএ নেতা ছিলেন৷

রাজনৈতিকভাবে তিনি খেলাফত মজলিস করতেন৷ তিনি শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন৷