জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুর নারী খুন অতঃপর লাশ উদ্ধার

হবিগঞ্জের  মাধবপুরে শাহেরা খাতুন (৫০) নামের এক নারীক খুন করছে দুর্বৃত্তরা । রোববার সকালে উপজেলার গোপালপুর গ্রামের একটি ডুবা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি গোপালপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। এর সত্যতা নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ বলেন, রোববার সকালে গ্রামবাসী ওই নারীর মরদেহ একটি ডুবায় ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন ।

তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। তাই পুলিশের ধারনা দুর্বৃত্তরা তাকে খুন করে ডুবায় ফেলে দেয়। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।