হবিগঞ্জ – শায়েস্তাগঞ্জ সড়কের পাইকপাড়া বাইপাস এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কার দূর্ঘটনায় নিহত হয়েছেন মনির উজ্জামান (৩০) নামে এক যুবক৷ নিহত মনির প্রাণ কোম্পনিতে এস আর পদে চাকুরী করতো৷
সে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের সাবেক মেম্বার সাখাওয়াত হোসেনের (শওকত) এর পুত্র৷ বর্তমানে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা৷
এদিকে ঘটনার পরপরই শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার ও কারের চালককে আটক করেছে৷ অপরদিকে নিহতের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে দুপুরে পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশটি বাসায় নিয়ে আসেন৷
স্হানীয় ও শায়েস্তাগঞ্জ থানা সূত্রে জানা যায়,
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে মনির তার কর্মসস্হল অলিপুরের প্রাণ কোম্পানি থেকে মোটরসাইকেল যোগে হবিগঞ্জ শহরে আসছিলো। এসময় পাইকপাড়া বাইপাস এলাকায় হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্টো- গ-১৬-০০৪০) এর সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মনির নিহত হন৷
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে৷ এসময় প্রাইভেট কার ও তার চালক বি-বাড়িয়া জেলার কসবা থানার হাতুরাবাড়ি এলাকার মোকাদ্দস মিয়ার পুত্র নাজমুল হোসেন (২৪) আটক করে শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে যায়৷
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মোর্শেদ আলম হবিগঞ্জ নিউজকে জানান, পাইকপাড়া বাইপাস সড়কে সকালে ঘটনাটি ঘটার পরপরই শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে এবং প্রাইভেট কার ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়৷
ঘটনাস্থলটি হবিগঞ্জ সদর থানার আওতাধীন হওয়ায় আটককৃত প্রািভেট কার ও চালককে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে তিনি জানান৷
ওসি আরো জানান- দূর্ঘটনার পরপরই পাশে থাকা অপর আরেকটি মোটরসাইকেল আরোহী হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার মৃত সৈয়দ হুমায়ুন কবির এর পুত্র সৈয়দ সাজেলুূ হক প্রাইভের কারের চালককে বাচিয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে ৭ হাজার টাকা হাতিয়ে নেন৷ পুলিশ হাতেনাতে সাজেদুল হককেও আটক করে থানায় নিয়ে আসে৷
হবিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ সালাহ উদ্দিন টিটু হবিগঞ্জ নিউজকে জানান-লাশ হাসপাতালে আনার পর তার পরিবারের লোকজন বিনাময়নাতদন্ত ছাড়াই লাশটি নিয়ে আসেন৷