এটুআই এর আইসিটি ফর অ্যাডুকেশনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে হবিগঞ্জ জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন সুজন চন্দ্র দেব।
তিনি নবীগঞ্জ উপজেলার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শিক্ষকদের সৃজনশীলতার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত শিক্ষক বাতায়নে আজ ৩রা আগস্ট অ্যাম্বাসেডর হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হয়।
তিনি অন্য অ্যাম্বাসেডরদের সঙ্গে জেলা ও উপজেলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং গুণগত শিক্ষা নিশ্চিতে চলমান আইসিটির বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
দীর্ঘ সময় ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকা সুজন চন্দ্র দেব প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে আজীবন কাজ করে যেতে সবার সহযোগিতা কামনা করেছেন।