সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সুযোগ্য সন্তান পৈল ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনান সৈয়দ মঈনুল হক আরিফের সাথে তার কার্যালয়ে আজ রাতে মানবসেবা সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দরা এক মতবিনিময় সভায় মিলিত হন৷
এসময় চেয়ারম্যান জনাব মঈনুল হক আরিফ মানবসেবার মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি মানবসেবা সামাজিক সংগঠনকে সহযোগীতার আশ্বাস দেন৷
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানবসেবা সামাজিক সংগঠন হবিগঞ্জ এর সভাপতি ফরহাদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেয়ার ডায়াগনস্টিক এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ হাবিবুর রহমান সবুজ, এডভোকেট প্রতিম গোপ, মাদার কেয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সহকারী পরিচালক ও ব্যবস্হাপক
মোঃতাইবুর রহমান, পৈল ইসলামী একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এম ডি নুর প্রমূখ৷