শোকাবহ আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কোভিড ১৯ মহামারি পরিস্থিতিতে হবিগঞ্জ পৌরসভার অসহায় ও কর্মহীন হরিজনদের মাঝে বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷
এসময় ৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷
বুধবার (১১ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্টিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর সভাপতি মোঃ মোতাচ্ছিরুল ইসলাম৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। বিশেষ অতিথি ছিলেন এনএসআই এর উপপরিচালক মোঃ আজমল হোসেন, মোঃ শাহ জহুরুল হোসেন ও যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির ইনক এর সাধারণ সম্পাদক মোঃ কালাম প্রমুখ৷
অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার ৫০ টি অসহায় ও কর্মহীন হরিজন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ৷