জুবায়ের আহমেদঃ হবিগঞ্জের বাহুবলে জুয়া খেলার অপরাধে এক জুয়ারীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেহপুর বাজারে অভিযান চালায় পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। এসময় তারা ফতেহপুর বাজারের সায়েদ মিয়ার ঘরে অভিযান চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন যাবত বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর বাজারে স্থানীয় সায়েদ মিয়ার ঘরে তার ছেলে সিজিল মিয়ার নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে জুয়ারীরা এসে আসর বসায়। সিজিল মিয়া বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলেও বিভিন্ন সূত্রে জানায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ফতেহপুর বাজারের সায়েদ মিয়ার ঘরে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক জুয়ারী পালিয়ে যায়। কিন্তু বেরসিক পুলিশ কালা খারুল গ্রামের আফিল উদ্দিনের ছেলে আমীর হোসেন সাদ্দামকে আটক করতে সক্ষম হয়।
রাত প্রায় ১০ টার দিকে পুলিশ সাদ্দামকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট স্নিগ্ধা তালুকদারের কার্যালয়ে হাজির করলে, তিনি মোবাইল কোর্ট বসিয়ে আমীর হোসেন সাদ্দামকে কারাদণ্ড প্রদান করেন।