জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার কর্মহীন, অসহায় এবং ঋষি ও কুড়িদের মাঝে বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে খাদা সামগ্রী বিতরণ করা হয়।
আজ শুক্রবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় শহরের টেনিস মাঠে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শচীন্দ্র কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমুখ।
এসময় পৌরসভার কর্মহীন, অসহায় এবং ঋষি ও কুড়িদের ৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।