জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ট্রাক্টর নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে সংঘবদ্ধ চোরচক্র ট্রাক্টর নিয়ে চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ একজনকে আটক করেছে । তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ২জন পালিয়ে যায়। আটককৃত চোর বানিয়াচং উপজেলার মামুন মিয়া।

আজ বুধবার ১৮ আগস্ট ট্রাক্টরসহ মামুন মিয়াকে আটক করেছে পুলিশ।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একদল পুলিশ ট্রাক্টর চালক মামুনকে আটক করে। আটককৃত মামুন মিয়া (৩৫) বানিয়াচং উপজেলার আব্দুস সোবাহানের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ আলী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, পালিয়ে যাওয়া চোরদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।