জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ জেলা মৎস উৎপাদনের সম্ভাবনাময় এলাকা – এমপি আবু জাহির

জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে মৎস পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ ৩আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হাওর বেষ্টিত এই হবিগঞ্জ জেলা মৎস উৎপাদনের সম্ভাবনাময় এলাকা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মৎসচাষীদের তালিকা তৈরি করে তাদেরকে বিভিন্ন প্রণোদনার আওতায় নিয়ে এসেছে।

তিনি আরো বলেন, আমরা হবিগঞ্জে মৎস চাষ এবং আহরণের জন্য একটি মাষ্টার প্লান তৈরী করেছি, যা সারা দেশের মধ্যে রোল মডেল হিসেবে দাড় হবে।

তিনি আজ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন।

“বেশী বেশী মৎস চাষ করি বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, মৎস চাষী সাইফুল জামান চৌধুরী প্রমুখ।

জেলা মৎস বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।