হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ও শাহজাহানপুর ইউনিয়নের অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করেছে।
এসময় কয়েকটি করাতকলকে মামলা, জরিমানা ও বেশ কিছু মালামাল জব্দ করা হয়।
আজ রবিবার ২৯ আগস্ট উপজেলার ২টি ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এবং সহকারী কমিশনার ভুমি এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় সরকারী নির্দেশনা অনুযায়ী সকল ডকুমেন্টস এবং অন্যান্য কাগজপত্রাদি প্রর্দশন করতে না পারার অপরাধে জেল ও জরিমানা করা হয়।
হবিগঞ্জ নিউজের সাথে মোবাইল ফোনে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় অবৈধভাবে করাতকল পরিচালনার অপরাধে করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর আওতায় একজনকে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ৬ টি করাতকলের কার্যক্রম বন্ধ ও যন্ত্রপাতি জব্দ করা হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।