মোর্শেদ আলমঃ নবীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ডোবার মধ্যে মিললো নিখোঁজ মিশুক চালক আবিদুর রহমানের লাশ।
উপজেলার গোজাখাই ব্রিজের পাশের ডোবায় লাশ পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
আজ শুক্রবার ৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলার গোজাখাই ব্রিজের পাশের ডোবায় স্থানীয় লোকজন একটি লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, পিবিআই স্পেশাল টিমকে খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে। আসামী সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় নবীগঞ্জ শহর থেকে ২ জন যাত্রী নিয়ে উপজেলার গুজাখাইর গ্রামে যায় পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের মিশুক চালক আবিদুর রহমান (১৮)। ফায়ার সার্ভিস যাবার পর ওই যাত্রীরা খাগাপাশা নিয়ে যাওয়ার জন্য বায়না ধরেন।
কিন্তু চালক যেতে অনিহা জানালে তারা পুণঃরায় নবীগঞ্জ শহর এসে নতুন বাজার মোড়ে এসে মাছ ক্রয় করে। এক পর্যায়ে হবিগঞ্জ সড়কে গড়মুড়িয়া ব্রীজে নিয়ে যাওয়ার জন্য বলেন।
সেখানে যাওয়ার পর গাড়ী ও চালক আর ফিরে আসেনি। উক্ত মিশুক চালক আবিদুর পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের পাতা মিয়ার ছেলে।